মেসি ,রোনালদো ব্যালন ডি’অরের সেরা পারফরর্মারদের তালিকায়
আপডেট: October 20, 2020
|
এ বছর মহামারী করোনাভাইরাসের কারণে ব্যালন ডি’অর পুরস্কার দিতে পারেনি ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। ব্যালন ডি’অরের স্বপ্নের দলের নতুন এক প্রকল্পে নেমেছে তারা।
সেরা পারফরর্মারদের নিয়ে ১৭ ডিসেম্বর স্বপ্নের একাদশ ঘোষণা করবে ফ্রান্স ম্যাগাজিন। ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি ক্যাটাগরি থেকে একজন করে ফুটবলার বেছে নেবে ফ্রান্স ফুটবল।
সেই তালিকায় রয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বর্তমান সময়ের বিশ্বসেরা ফুটবলাররা।
ফ্রান্স ম্যাগাজিন প্রতিটি বিভাগ থেকে ১০ জন ফুটবলার মনোনয়ন দিতে যাচ্ছে। আক্রমণভাগের তিন ক্যাটাগরিতে ৩০ জন ফুটবলার মনোনয়ন পেয়েছেন।
রাইট উইংয়ে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন লিওনেল মেসি। লেফট উইংয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো। মূল স্ট্রাইকারের ভূমিকায় রয়েছেন ব্রাজিলের রোনালদোসহ আরো অনেকে।
বৈশাখী নিউজ/ এপি