ম্যানইউ’র বিপক্ষে হারল পিএসজি

আপডেট: October 21, 2020 |

চ্যাম্পিয়ন্স লিগে গতবারের রানার্সআপ পিএসজিকে হারিয়ে শুভসূচনা করল ম্যানচেস্টার ইউনাইটেড। প্যারিসে মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড।

ম্যাচের ২০তম মিনিটে মার্সিয়ালকে ডি-বক্সে পেছন থেকে আবদু দিয়ালো ফাউল করলে পেনাল্টি পায় ইউনাইটেড। ব্রুনো ফের্নান্দেসের দুর্বল শট ঝাঁপিয়ে ফেরান নাভাস। কিন্তু পিএসজি গোলরক্ষক আগেই গোললাইন ছেড়ে বেরিয়ে আসায় ভিএআর দেখে ফের পেনাল্টি শটের সিদ্ধান্ত দেন রেফারি। এবার আর হতাশ করেননি ফের্নান্দেস।

৩৪তম মিনিটে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়া এমবাপ্পে আলেক্স চুয়োজেঁবের সঙ্গে পাল্লা দিয়ে বলের নিয়ন্ত্রণ রাখতে গিয়ে পড়ে যান। পেনাল্টির আবেদন তুলে রেফারির সাড়া মেলেনি; উল্টো হলুদ কার্ড দেখেন নেইমার।

দ্বিতীয়ার্ধে এমবাপ্পের কাটব্যাক ক্রসবারে লেগে ফেরার পর ৫৪ মিনিটের আত্মঘাতী গোলে সমতায় ফেরে পিএসজি। নেইমারের কর্নার অনেকটা লাফিয়ে উঠে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন ফরাসি ফরোয়ার্ড মার্সিয়াল।

আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের বাকিটা সময় বেশ জমে ওঠে। কিন্তু প্রতিপক্ষের বিপদসীমায় ঢুকে তালগোল পাকাতে থাকে দুই দলই। অবশেষে ৮৭তম মিনিটে পল পগবার ছোট পাস ধরে একটু এগিয়ে র‌্যাশফোর্ড কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন। জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর