মালয়েশিয়া সরকারের নির্দেশ বাড়ি থেকে কাজ করার

আপডেট: October 21, 2020 |

মালয়েশিয়ায় করোনার সংক্রমণ রোধে অফিসের পরিবর্তে কর্মীদের বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন দেশটির সরকার। স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এ সময় তিনি বলেন, কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) আওতাভুক্ত সেলাঙ্গোর, সাবাহ, কুয়ালালামপুর, পুত্রাজায়া এবং লাবুয়ানের সরকারী ও বেসরকারী খাতের প্রায় ১০ লক্ষ কর্মীকে আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় তিনি সকল কর্মীকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ জানান। এদিকে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ২২৫ জন এবং দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৪ হাজার ৩৫১ জন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর