আবার ‘জোকার’ চরিত্রে অভিনয় করবেন জ্যারেড লেটো

আপডেট: October 23, 2020 |
print news

মার্কিন অভিনেতা ও গায়ক জ্যারেড লেটো আবার ‘জোকার’ চরিত্রে অভিনয় করবেন । জ্যাক স্নাইডারের জাস্টিস লিগে আইকনিক ডিসি ভিলেন ‘জোকার’ চরিত্রে দেখা যাবে তাকে।

নির্মাতা জ্যাক স্নাইডারের ‘জাস্টিস লিগ’ সিনেমার অরিজিনাল ভার্সন ২০২১ সালে এইচবিও ম্যাক্সে অভিষেক হবে। সিনেমাটি চার পর্বের সিরিজ আকারে ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্স-এ মুক্তি পাবে আগামী বছর। ‘জ্যাক স্নাইডার’স জাস্টিস লিগ’ শিরোনামের এই সিরিজে লেটো ছাড়াও অভিনয় করছেন বেন অ্যাফ্লেক, রে ফিশার ও অ্যাম্বার হার্ড।

এর আগে ২০১৬ সালের অ্যান্টিহিরো ‘সুইসাইড স্কোয়াড’ সিনেমায় লেটো আলোচিত আইকনিক ভিলেন ‘জোকার’ চরিত্রে অভিনয় করেন।

 

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর