হৃত্বিক ও আদিত্যকে নিয়ে ‘অদ্ভুত ইচ্ছা’ কিয়ারা আদভানির

আপডেট: October 27, 2020 |
print news

হৃতিক রোশন এবং আদিত্য রায় কাপুর যেন কোনদিনও গোসল না করেন। কারণ অভিনেত্রী কিয়ারা আদভানি এমনই চান। কিন্তু কেন? সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শোয়ে অভিনেত্রী এই মন্তব্য করেন।

কিয়ারার সঙ্গে বেশ কিছু মজার আলোচনা করেন নেহা। অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় এমন একজন অভিনেতার নাম বলতে যিনি বাড়িতে থাকলে গোসল করেন না। কিয়ারা প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিয়ে বলেন, আমি দু’জন অভিনেতার নাম বলবো। আমি চাই না তারা গোসল করুক। তাদের ওই অগোছালো লুকেই বেশি ভালো লাগে।

এরপরই হৃত্বিক রোশন এবং আদিত্য রায় কাপুর এর নাম নেন কিয়ারা আদভানি। কিয়ারা বলেন, আমি চাই না এরা গোসল করুক। আমি চাই এরা সবসময়ের মতোই অগোছালো এবং কুল ভাবে থাকুক। এরা হলেন হৃত্বিক রোশন ও আদিত্য রায় কাপুর।

কিয়ারার এই উত্তরের সঙ্গে সহমত হন নেহা ধূপিয়া। প্রসঙ্গত খুব শীঘ্রই ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে কিয়ারা আদভানির লক্ষী বম্ব। তার বিপরীতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এই ছবিতে একেবারে নতুন রুপে দেখা যাবে কিয়ারাকে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর