টাঙ্গাইলে যমুনা নদীতে কুমির !

আপডেট: October 30, 2020 |
print news

টাঙ্গাইলে যমুনা নদীতে জেলের মাছ ধরার জালে কুমির ধরা পড়েছে। শুক্রবার সদর উপজেলার হুগড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন জানান, কুমিরটি চার ফিটের মতো লম্বা হবে। কুমিরটি দেখতে বিভিন্ন এলাকার লোকজন ভিড় করছে।

হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা জানান, সকালে যমুনা নদীতে মাছ ধরার সময় জেলেদের বের জালে ওই কুমিরটি ধরা পড়ে। তিনি বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসনকে অবগত করেন।

সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, বিষয়টি অবগত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কুমিরটি যমুনায় অবমুক্ত করতে বলা হয়েছে।

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ জহিরুল হক জানান, কুমির ধরা পড়ার বিষয়টি তার জানা নাই।

বৈশাখী নিউজ/ফাজা

 

Share Now

এই বিভাগের আরও খবর