তার এখন ব্যাগ গুছিয়ে ঘরে ফেরার সময় হয়েছে : জো বাইডেন

আপডেট: November 1, 2020 |
print news

হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যাগ গুছিয়ে নিতে বললেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে শহরে মোটরগাড়ির র‍্যালিতে অংশ নিয়ে বাইডেন এ কথা বলেন। তিনি বলেন, ‘গত চার বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তার ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্রে লাখো মানুষের মৃত্যুও হয়েছে। তার এখন ব্যাগ গুছিয়ে ঘরে ফেরার সময় হয়েছে।’

বাইডেন আরো বলেন, ‘আগামী ৩ দিনের মধ্যে আমরা এমন একজন প্রেসিডেন্টের দায়িত্বের অবসান ঘটাতে পারি যিনি জাতিকে বিভক্ত করেছেন। লাখ লাখ মার্কিন নাগরিক ইতিমধ্যে ভোট দিয়েছেন। আগামী কয়েকদিন আরো লাখ লাখ মার্কিন নাগরিক ভোট দেবেন। আপনাদের কাছে আমার সহজ বার্তা, তা হলো দেশের পরিস্থিতি পরিবর্তন আপনারাই করতে পারেন।’

আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এদিন স্বশরীরে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন মার্কিন নাগরিকেরা। তবে ডাকযোগে ভোট দেওয়ার নিয়ম থাকায় এরই মধ্যে প্রায় নয় কোটি ভোটার আগাম ভোট দিয়ে দিয়েছেন। গত এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে এটি সর্বোচ্চ আগাম ভোটের রেকর্ড বলে জানায় ইউনিভার্সিটি অব ফ্লোরিডা। গোটা দেশে এখন চলছে শেষ মূহূর্তের প্রচার। দোদুল্যমান অঙ্গরাজগুলো নিজের দখলে আনতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর