আইপিএল: তিন জায়গার লড়াইয়ে চার দল

অবশেষে জমে উঠেছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। প্রথম পর্বের ৫৬ ম্যাচের মধ্যে ৫৪টি শেষ হয়েছে। ম্যাচ বাকি দুইটি। শুধুমাত্র বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ চার নিশ্চিত হয়েছে। বিদায় ঘণ্টা বেজেছে রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও কিংস ইলাভেন পাঞ্জাবের।

প্লে-অফে খেলতে তিন জায়গার জন্য এখন লড়াইয়ে চার দল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের সুযোগ আছে প্লে-অফে খেলার।

তবে বেশকিছু সমীকরণের দিকে তাকিয়ে চার দল। সমান ১৪ পয়েন্ট করে রয়েছে ব্যাঙ্গালুরু, দিল্লি ও কলকাতার। হায়দরাবাদের পয়েন্ট ১২। তবে তাদের রয়েছে দারুণ রান রেট।

সোমবার (২ নভেম্বর) প্রথম ম্যাচে মাঠে নামছে দিল্লি ও ব্যাঙ্গালুরু। এ ম্যাচের জয়ী দল ১৬ পয়েন্ট নিয়ে চলে যাবে দুই নম্বরে। প্রথম কোয়ালিফায়ারে তারা খেলবে মুম্বাইয়ের বিপক্ষে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ মুম্বাই। রোহিত, পোলার্ডদের এ ম্যাচে প্রাপ্তি নেই। তবে হায়দরাবাদ হেরে গেলে বিদায় নেবে। জিতে গেলে তাকিয়ে থাকতে হবে পয়েন্ট টেবিলে।

বৈশাখী নিউজফাজা