চীনের তৈরি টিকা না নিতে ব্রাজিলে বিক্ষোভ

চীনের তৈরি করোনাভাইরাসের টিকার পরীক্ষার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন ব্রাজিলের সাধারণ মানুষ। চীনের সিনোভ্যাকের সঙ্গে হাত মিলিয়ে করোনার টিকা তৈরিতে কাজ চালিয়ে যাচ্ছে ব্রাজিলের বুয়াটানটান ইন্সটিটিউট।

এরই মধ্যে সেই টিকা নেওয়া বাধ্যতামূলক বলে নির্দেশ দিয়েছেন সাও পাওলোর স্টেট গভর্নর জোয়াও ডোরিয়া। তার প্রতিবাদে বলসোনারোর পক্ষে সাও পাওলোর রাস্তায় জমায়েত হন শতাধিক বিক্ষোভকারী।

তারা গভর্নরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন, ডোরিয়ার পতন হবে। তার পদত্যাগেরও দাবি তোলেন বিক্ষোভকারীরা। রিও ডি জেনেইরো শহরের কোপাকাবানা বিচেও চলে বিক্ষোভ।

আন্তর্জাতিক মহলে বরাবরই চীন বিরোধী অবস্থান বলসোনারোর। সিনোভ্যাকের টিকা নিয়েও তার ব্যতিক্রম হয়নি। তার দাবি, চীনের তৈরি টিকার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। ওই টিকা পরীক্ষার মাধ্যমে ব্রাজিলের নাগরিকদের গিনিপিগ বানানো চলবে না।

অথচ সেই টিকাকে ছাড়পত্র দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন বলসোনারোর সরকারের স্বাস্থ্যমন্ত্রী এডুয়ার্ডো পাজেল্লো। ভাইস প্রেসিডেন্ট হ্যামিলটন মৌরাও ওই টিকা কেনার পক্ষে। সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট

বৈশাখী নিউজফাজা