ইরানে করোনায় মৃত্যুর রেকর্ড

সময়: 3:28 pm - November 2, 2020 | | পঠিত হয়েছে: 5 বার

ইরানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৪৩৪ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ার পর প্রাত্যহিক হিসাবে মৃতের সংখ্যার দিক থেকে এটি নতুন রেকর্ড।

সরকারি বার্তা সংস্থা ইরনা পরিবেশিত খবরে বলা হয়, ইরানের স্বাস্থ্য ও হাসপাতাল বিষয়ক মন্ত্রণালয়ের নারী মুখপাত্র সিমা সাদাত লারি তার প্রতিদিনের ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে নতুন করে ৭ হাজার ৭১৯ জন আক্রান্ত হয়েছে। ইরানে এনিয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে মোট ৬ লাখ ২০ হাজার ৪৯১ জনে দাঁড়ালো।

তিনি আরো জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে ২ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

সাদাৎ লারি জানান, নতুন মৃতের সংখ্যা যোগ করে ইরানে করোনা মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ৩৫ হাজার ২৯৮ জনে দাঁড়ালো।

তিনি জানান, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এখন পর্যন্ত ৪ লাখ ৮৬ হাজার ৬৯১ জন রোগী আরোগ্য লাভ করেছে । এদিকে দেশটিতে বর্তমানে আক্রান্তদের মধ্যে ৫ হাজার ২৪৪ রোগীর অবস্থা আশংকাজনক। সূত্র : সিনহুয়া

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর