পঞ্চগড়ে এক কিশোরীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

আপডেট: November 2, 2020 |

পঞ্চগড়ে কিশোরীকে উত্ত্যক্তের এবং এজন্য তার আত্মহত্যা চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরীকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত রবিবার রাতে পঞ্চগড় পৌরশহরের কামাতপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। রাতেই কিশোরীর মা বাদী হয়ে প্রতিবেশি আহসান হাবীব ও তার সহযোগী নজরুল ইসলাম জনির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

পুলিশ ও ওই কিশোরীর পরিবার জানায়, বছর খানেক আগে বাবা মারা যাওয়ায় ওই কিশোরী ও তার মা একা বাড়িতে থাকতেন। এই সুযোগে প্রতিবেশী আহসান হাবীব মাঝে মধ্যে তাকে বিয়ের কথা বলে কুপ্রস্তাব দিত। এতে সারা না দেওয়ায় এর আগে আহসান হাবীব তার বাড়িতে গিয়ে গালিগালাজ করে এবং তুলে নিয়ে গিয়ে বিয়ে করার হুমকি দেয়। এসময় স্থানীয়রা তাকে আটক করে মারধরও করে। এ ঘটনায় হাবীবের মানসিক সমস্যা হয়েছে এবং তার চিকিৎসায় অনেক টাকা-পয়সা খরচ হয়েছে উল্লেখ করে ওই কিশোরী এবং তার মায়ের বিরুদ্ধে হাবীবের বাবা পৌর মেয়র বরাবর লিখিত অভিযোগ করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে ঝামেলা চলছিল। এরই মধ্যে গত রবিবার রাতে আবারও কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় অভিযুক্ত হাবীব। এ ঘটনার পর ওই কিশোরী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়দের সহায়তায় তার মা কিশোরীকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই আহসান হাবীব ও তার সহযোগী নজরুল ইসলাম জনিকে গ্রেপ্তার করে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জাহাঙ্গীর জানান, সম্প্রতি আহসান হাবীবের বাবা একটি অভিযোগ করেছিলেন। অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ অক্টোবর একটি সালিশ বৈঠকও হয়েছিল। বিষয়টি মিমাংসা না হওয়ায় সোমবার আবারও বৈঠকের কথা ছিল।

পুলিশ সুপার ইউসুফ আলী জানান, গ্রেপ্তার দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর