শেয়ারের দরপতনে ৫২ হাজার কোটি টাকার ক্ষতি মুকেশ আম্বানির

আপডেট: November 3, 2020 |

একদিনে ৮.৬ শতাংশ পড়ল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার। এর জেরে সাত বিলিয়ন ডলারের ক্ষতি হল এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানির। কোয়ার্টারলি রেজাল্ট আশানুরূপ হওয়ার ফলেই রিলায়েন্সের শেয়ারের দর এতটা পড়ল।

২৩ মার্চের পর রিলায়েন্সের শেয়ারের দাম এতটা পড়েনি। বিএসই স্টক এক্সচেঞ্জে ৩০টি শেয়ারের মধ্যে সবচেয়ে খারাপ ফল করে রিলায়েনস। ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সে আম্বানির ধনরাশির পরিমাণ কমে হয়েছে ৭১ বিলিয়ম ডলার।

ত্রৈমাসিক লাভ প্রায় ১৫ শতাংশ কমেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের। করোনার জেরে তেলের চাহিদা কমেছে, তার জেরেই কমল লাভ। রাজস্ব কমেছে ২৪ শতাংশ। মুকেশ আম্বানি যে তেলের ব্যবসা থেকে ধীরে ধীরে অন্য ব্যবসায় সরে আসতে চাইছেন, তার কারণ কী, এদিন সেটা স্পষ্ট হয়ে গেল।

এই বছর ২৫ শতাংশ বেড়েছে রিলায়েন্সের শেয়ারের দাম। অন্যদিকে সেনসেক্স পড়েছে ৩.৬ শতাংশ। এর জেরে মুকেশ আম্বানির ধনরাশি বৃদ্ধি পেয়েছে ১৯.১ বিলিয়ন ডলার। কিন্তু এদিন অনেকটা ধাক্কা খেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।হিন্দুস্তান টাইমস

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর