পুঁজিবাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে

আপডেট: November 3, 2020 |

দেশের পুঁজিবাজারে মঙ্গলবার (০৩ নভেম্বর) সব ধরনের সূচক বেড়েছে। তবে এদিন লেনদেনের পরিমাণ কমেছে। একইসঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

জানা গেছে, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৫ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৭৯৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৮৯২ কোটি ৩৪ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হওয়া ৩৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির শেয়ার ও ইউনিটের।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১২৬ পয়েন্টে। সিএসই ৫০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯ পয়েন্টে, সিএসসিএক্স ৩৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৯৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার।

সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

 

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর