মাস্ক ছাড়া ভোটকেন্দ্রে মেলানিয়া

আপডেট: November 4, 2020 |
print news

মার্কিন নির্বাচনে ভোটগ্রহণ শুরুর প্রথম বেলায় ভোট দিয়েছেন দেশটির ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের মরটন অ্যান্ড বারবারা ম্যান্ডেল রিক্রিয়েশন কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট প্রদানের পর কেন্দ্র থেকে বের হয়ে অনুভূতি প্রকাশ করেতে গিয়ে মেলানিয়া বলেছেন ‘দারুণ’। তবে সমালোচনা হচ্ছে মাস্ক না পরে কেন্দ্রে ভোট দিতে আসা নিয়ে।

স্বামী প্রেসিডেন্ট ট্রাম্প আগাম ভোট দিয়েছেন। সেখানে আগাম ভোট না দিয়ে আজ কেন আসলেন ভোট প্রদানে? এমন প্রশ্নের জবাবে মেলানিয়া বলেছেন, আজ ভোটের দিন আমি চেয়েছিলাম নির্বাচনের দিন কেন্দ্রে এসে ভোট দেব। তাই আজ আসা।

ট্রাম্প দম্পশি এর আগে নিউইয়র্কে ভোটার থাকলেও গত বছর থেকে ফ্লোরিডায় স্থায়ী হয়েছেন।
সময়ের ভিন্নতার কারণে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের বিভিন্ন এলাকায় ভিন্ন সময়ে ভোটকেন্দ্রগুলো খোলা হয়।

ঐতিহ্য মেনে নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডিক্সভিল নচ শহরের একটি কেন্দ্রের ভোট গ্রহণ ও গণনা শেষ হয়েছে। এর একটিতে সব ভোট পেয়ে জয় পেয়েছেন বাইডেন।

তবে করোনা পরিস্থিতির কারণে এবার মার্কিন নির্বাচনের চিত্র অন্যরকম। নির্বাচনে জনস্বাস্থ্যই প্রধান ইস্যু।

কারণ যুক্তরাষ্ট্রে এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ১ কোটি, মৃত্যু হয়েছে ২ লাখ ৩৭ হাজার মানুষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সঙ্গে অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়ে ট্রাম্পের প্রশংসাও আছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর