সৌমিত্র চট্টোপাধ্যায় ধীরে ধীরে সুস্থ হচ্ছেন

আপডেট: November 6, 2020 |

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভারতের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এখন তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। চোখ খুলছেন, সাড়াও দিচ্ছেন।

সৌমিত্রের শরীরিক অবস্থা সম্পর্কে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন  চিকিৎসকরা।

চিকিৎসক অরিন্দম কর বলেন, সৌমিত্রের শরীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগের চেয়ে সচেতনতা বেড়েছে সৌমিত্রের। ১০ থেকে ১১-র মধ্যে রয়েছে সচেতনতা (গ্লাসগো কোমা স্কেলের সূচকে)। স্বতঃস্ফূর্তভাবে চোখ খুলছেন। একদিন অন্তর ডায়ালাইসিস চলছে।

সৌমিত্রের রক্তে ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে এ মুহূর্তে। ওই চিকিৎসক বলেন,  আশা করি খুব শিগগির তার কিডনির কার্যক্ষমতা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সে ক্ষেত্রে আর ডায়ালাইসিস করার প্রয়োজন পড়বে না।

তিনি বলেন, সংক্রমণও আগের চেয়ে অনেকটা সেরে গেছে। শরীরে জ্বর নেই। অ্যানিমিয়া স্থিতিশীল। এখন আর রক্তও দেয়া হচ্ছে না। আগামী কয়েক দিনের মধ্যেই অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা। 

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর