কোভিড-১৯ পজেটিভ আসায় পিএসএল খেলতে পারবেননা মাহমুদ উল্লাহ

আপডেট: November 8, 2020 |

বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলার জন্য দেয়া নমুনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে তার। কোভিড-১৯ পজেটিভ আসায় পাকিস্তানের ফ্লাইট ধরার বদলে আইসোলেশনে থাকতে হচ্ছে ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডারকে।

ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর বদলি হিসেবে মাহমুদ উল্লাহকে নিয়েছিল মুলতান সুলতানস। পিএসএল খেলার জন্য আজ সকালে দেশ ছাড়ার কথা ছিল টাইগার টি-টোয়েন্টি অধিনায়কের। মুলতান সুলতানসের হয়ে পিএসএলের প্লে-অফে খেলার কথা ছিল তার।

পিএসএলের প্লে-অফে খেলার জন্য লাহোর কালান্দার্সে সুযোগ পেয়েছেন তামিম ইকবাল। আগামী ১০ই নভেম্বর পাকিস্তানের বিমান ধরবেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর