‘লালজমিন’র ২৫০তম মঞ্চায়ন আজ

আপডেট: November 11, 2020 |
print news

‘লালজমিন’ নাটকের ২৫০তম মঞ্চায়ন হতে যাচ্ছে আজ। এটি প্রদর্শীত হবে গাইবান্ধা পুলিশ লাইনে। এরপর গাইবান্ধা থিয়েটারের আয়োজনে বৃহস্পতিবার একই জেলায় নাটকটির ২৫১তম প্রদর্শনী হবে।

মান্নান হীরা রচিত এবং সুদীপ চক্রবর্তী নির্দেশিত ‘লালজমিন’ নাটকটিতে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। ২০১১ সালের ১৯ মে নাটমণ্ডলে ‘লালজমিন’র প্রথম মঞ্চায়ন হয়। সেই থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ও বিদেশের মাটিতে নাটকটির মঞ্চায়ন হচ্ছে।

নাটকটির গল্প মুক্তিযুদ্ধের একটি খণ্ডচিত্রের বয়ান। মুক্তিযুদ্ধে এক কিশোরীর অংশগ্রহণ, গল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে যুদ্ধের ভয়াবহতা, মেয়েটির ত্যাগ, সবশেষে স্বাধীনতা অর্জন; দর্শকদের এক নতুন অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দেয়।

নাটকটির ২৫০তম মঞ্চায়ন নিয়ে মোমেনা চৌধুরী বলেন, ‘আমাদের দেশের প্রেক্ষাপটে ‘লালজমিন’র ২৫০তম প্রদর্শনী আমার অভিনয় জীবনের অনেক বড় একটা প্রাপ্তি। তবে এই আনন্দের সঙ্গে মন খারাপের বিষয় হলো ২৫০তম প্রদর্শনীর আনন্দঘন মুহূর্তে দলের সব সদস্যকে পাচ্ছি না। কিছু সীমাবদ্ধতার কারণে ‘শূন্যন’ ছোট পরিসরে এ নাটকটির মঞ্চায়ন করবে।’

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর