ময়মনসিংহের ডোবা থেকে অজ্ঞাত তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট: November 11, 2020 |
print news

ময়মনসিংহের নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকার ডোবা থেকে অজ্ঞাত-পরিচয় তরুণীর (২৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে দিঘারকান্দা বাইপাসের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন।

পরিদর্শক জানান, সকালে মহাসড়কের আশপাশে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা ডোবায় একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর তা ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পরিদর্শক আরও জানান, ধারণা করা হচ্ছে ৪/৫দিন আগে সড়ক দুর্ঘটনায় বা কেউ মেরে ডোবায় ফেলে রাখতে পারে। তবে, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর