কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু

আপডেট: November 11, 2020 |
print news

নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ৬ হাজার ১২৭ জনের প্রাণহানি হলো।

গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৩৩ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জন।

দেশে করোনা শনাক্ত হওয়ার ২৪৯তম দিনে আজ বুধবার (১১ নভেম্বর), করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬৮৭টি। আর দেশের মোট ১১৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,৫২৪টি। এর মধ্যে ১,৭৩৩ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৯৩ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৪ লাখ ৮৪ হাজার ৬৮৮টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭.১২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৩ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৪ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৬,১২৭ জনের মধ্যে ৪ হাজার ৭১৯ জন পুরুষ ও ১,৪০৮ জন নারী। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭১৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০.৬৭ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে রয়েছেন ৩৯ হাজার ৬৪৪ জন ব্যক্তি। আর, আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ২৩১ জন।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত ৮ই মার্চ। ওইদিন ৩ জন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিলো। কিন্তু তারপর থেকে বেড়েই চলেছে রোগীর সংখ্যা। তবে, করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পেতে থাকলেও কমে এসেছে সে হার।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর