যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীকে মাঠে নামানো হতে পারে বলে জল্পনা

আপডেট: November 12, 2020 |

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল মানতে নারাজ বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, নির্বাচনে জালিয়াতি হয়েছে। এদিকে এখনও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করেনি মার্কিন কেন্দ্রীয় প্রশাসন। এরমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেছেন ট্রাম্প। তাই বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে যুক্ত করা হতে পারে সেনাবাহিনীকে। দ্য ওয়াল

গত ৩ জুন এসপারকে চাকরিচ্যুত করার আশংকার কথা শোনা গিয়েছিলো। কারণ ঐ সময় পুলিশ কর্তৃক কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যা কেন্দ্র করে গড়ে ওঠা বর্ণবাদবিরোধী বিক্ষোভ দমনে ১ জুন প্রেসিডেন্ট ট্রাম্প ১৮০৭ সালের ‘ইনসারেকশন অ্যাক্ট’ (বিদ্রোহ দমন আইন) অনুযায়ী ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে সেনা মোতায়েন করতে চেয়েছিলেন। এনপিআর

কিন্তু প্রতিরক্ষামন্ত্রী এসপার এর বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন, এখনো দেশে এমন পরিস্থিতি তৈরি হয়নি যে সেনাবাহিনীকে মাঠে নামাতে হবে। তখন ট্রাম্প এসপারকে নিয়ে সাংবাদিকদের কাছে উপহাসও করেছিলেন। মিলিটারি টাইমস

 

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর