সিনেটর বার্নি স্যান্ডার্স শ্রমমন্ত্রী হতে ইচ্ছুক

আপডেট: November 12, 2020 |

ভারমন্ট সিনেটর বার্নি স্যান্ডার্সকে সিএনএন’এর সাংবাদিক ওল্ফ ব্লিটজারকে বলেন যদি আমি এমন একটি পোর্টফলিও পাই যা আমাকে কর্মরত পরিবারগুলোর জন্যে লড়াই করতে এবং তাদের পাশে দাঁড়ানোর সুযোগ দেবে তাহলে আমি তা নিতে রাজি। ওল্ফ আরো সুনির্দিষ্ট করে জিজ্ঞেস করেন যে এটি সত্যি কি না তিনি যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী হতে যাচ্ছেন?

বার্নি সরাসরি উত্তর দেন সত্যি আমি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অত্যন্ত চাপে থাকা শ্রমজীবী পরিবারগুলোকে রক্ষা করতে যা করার তার সবটুকু করতে চাই। তা সিনেটে কিংবা বাইডেনের প্রশাসনে যেখানেই হোক না কেনো।

সিএনএন বলছে বার্নি স্যান্ডার্স শ্রমমন্ত্রী হওয়ার জন্যে মার্কিন শীর্ষ শ্রমিক নেতাদের সমর্থন চেয়েছেন। ইউনিয়ন প্রধানদের সঙ্গে বিষয়টি নিয়ে কথাও বলেছেন।

বার্নির এ ইচ্ছা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এএফএল-সিআইও প্রেসিডেন্ট রিচার্ড ট্রুমকা চান বোস্টন মেয়র মার্টি ওয়ালস শ্রমমন্ত্রী হোক। বার্নি রিচার্ডের সঙ্গেও কথা বলেছেন।

নির্বাচনের আগে সবার ধারণা ছিল বাইডেনের প্রশাসনে প্রগতিশীল আইনপ্রণেতা হিসেবে বার্নি সিনেটে মুখ্য ভূমিকা পালন করবেন। সিএনএনকে এমন ইচ্ছার কথা বলেও ছিলেন বার্নি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর