বাস পোড়ানো বিএনপির বৃহত্তর ষড়যন্ত্রের অংশ : তথ্যমন্ত্রী

আপডেট: November 13, 2020 |

বাস পোড়ানো বিএনপি ও তার দোসরদের বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, বাসে অগ্নিসংযোগ, গবেষণার নামে টিআইবি’র রাজনৈতিক প্রতিবেদন ও বিভিন্ন মহলের উস্কানিমূলক বক্তব্যই দেশকে অস্থিতিশীল করার অংশ।

তিনি বলেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। মহামারির মধ্যে ধনাত্মক অর্থনৈতিক প্রবৃদ্ধির হাতেগোনা ক’টি দেশের মধ্যে বাংলাদেশ স্থান করে নিয়েছে। বিভিন্ন মহল থেকে উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছেন। কিন্তু অতীতে কারা এভাবে বাস পুড়িয়েছে, কিভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে শতশত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, দেশবাসী জানে।

২০১৩-১৪ সালে যেভাবে যাত্রীবেশে বাসে উঠে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল, বৃহস্পতিবার যে ৯টি বাস পোড়ানো হয়েছে, তার মিল রয়েছে। অতীতের নাশকতা সরকার কঠোরহাতে দমন করেছে। এবারও সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে এই অপতৎপরতা সম্পর্কে সন্দেহজনক কিছু দেখলে, সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনার আহবান জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দুই নেতার অডিও ফোনালাপ প্রমাণ করে এই ঘটনার সঙ্গে তারা যুক্ত। বিএনপি মহাসচিব একটি সত্যি কথা বলেছেন, এটি পূর্বপরিকল্পিত। আসলে তারা পূর্বপরিকল্পনা করেই এ ঘটনা ঘটিয়েছেন।

শুক্রবার রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে তিনি এসব কথা বলেন।

 

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর