বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি করোনায় আক্রান্ত

আপডেট: November 15, 2020 |
print news

এক দিন আগে বাংলাদেশ শিবির নেপালকে ২-০ গোলে পরাজিত করে হই-হুল্লোড় আর আনন্দে মেতেছিল । কিন্তু একদিন না যেতেই স্বাগতিক শিবির পেলো দুঃসংবাদ। বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডে করোনায় আক্রান্ত হয়েছেন।

গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া বিভাগ।

মিডিয়া বিভাগের কার্যনির্বাহী সদস্য খালিদ মাহমুদ নওমি বলেন, ‘রুটিন ওয়ার্কে কোভিড টেস্ট করানো হয়েছিল। তাতে আমাদের হেড কোচ জেমি ডের করোনা পজিটিভ এসেছে। এমনিতে তার কোনো উপসর্গ নেই। পুরোপুরি সুস্থ আছে। খাওয়া-দাওয়া, চলাফেরা সবকিছু স্বাভাবিক রয়েছে।’

বাংলাদেশ দলের ম্যানজার আমের খান বলেন, ‘জেমির করোনা পজিটিভ হওয়াটা অপ্রত্যাশিত। আমরা খুব ভালো অবস্থানে ছিলাম। কোচ দারুণভাবে দলকে চাঙ্গা করছিল। দ্বিতীয় ম্যাচেও আমরা জয়ের জন্য মুখিয়ে। ছেলেরা আত্মবিশ্বাসী। হয়তো কোচ ছাড়া খেলতে হবে। তবুও আমরা বিশ্বাস করি আমরা পারব। কোচ আইসোলেশনে রয়েছে। আজ সকালে ট্রেনিং করার কথা ছিল। সেটা পরিবর্তন করে বিকেলে নেওয়া হয়েছে।’

দলের সঙ্গে যোগ দিতে গত ২৯ অক্টোবর ঢাকায় পা রাখেন জেমি ডে। বাংলাদেশে এসে তিনদিনের কোয়ারেন্টাইনে ছিলেন। এরপর কোভিড টেস্টে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি পেয়ে ছেলেদের ট্রেনিংয়ে যোগ দেন। দ্বিতীয় ম্যাচের আগে জামালদের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ নেই। তার পরিবর্তে দায়িত্ব সামলাবেন সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর