ময়মনসিংহে ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার, আটক ১

আপডেট: November 15, 2020 |
print news

ময়মনসিংহের আর কে মিশন রোড থেকে মানুষের ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম বাপ্পি ।

শনিবার রাত ২টার দিকে শহরের আর কে মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কোতোয়ালী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে ময়মনসিংহ শহরের আর কে মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে এসব হাড় সংগ্রহ করা হয়েছে। এসব হাড় বিদেশে পাচারের উদ্দেশে সংগ্রহ করা হয়েছিল।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর