জার্মানিতে মুসলিম হত্যার পরিকল্পনাকারী ১২ উগ্রবাদী গ্রেফতার

আপডেট: November 15, 2020 |
print news

জার্মানিতে মুসলিমদের হত্যার পরিকল্পনাকারী দেশটির কট্টর ডানপন্থী ১২ উগ্রবাদীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

রাজনৈতিক আশ্রয়প্রার্থী ও মুসলিম শরণার্থীদের হত্যার মিশন নিয়ে সন্ত্রাসী দল গঠন করা ওই ১২ উগ্রপন্থীর বিরুদ্ধে আদালতে সন্ত্রাসবাদের অভিযোগ আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খবর ডয়েচে ভেলের।

চলতি মাসের ফেব্রুয়ারি তাদের গ্রেফতার করা হলেও গত বৃহস্পতিবার আদালতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়।

জার্মানির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কট্টরপন্থী এসব উগ্রবাদীকে গ্রেফতার করে পুলিশ। তবে এতদিন সন্ত্রাসীদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়নি।

মুসলিমদের হত্যা করে জার্মানিতে তাদের একটা গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা ছিল বলেও জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গ্যেফতারকৃতরা সবাই শ্বেতাঙ্গ ও জার্মান নাগরিক। এই সন্ত্রাসী গ্রুপের দুই নেতা ওয়ারনার ও টনি বেশ কয়েকটি গোপন বৈঠকও করে হামলার বিষয়ে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর