হামে মৃত্যুর সংখ্যা বেড়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট: November 16, 2020 |

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ সিডিসির মতে, গত বছর প্রায় ২ লাখ ৭ হাজার ৫০০ মানুষ হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। সংস্থা দু’টি জানিয়েছে, ২০১৬ সালের চেয়ে মৃতের সংখ্যা বেড়েছে শতকরা ৫০ ভাগ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, ২০১৯ সালে হামে সংক্রমিতের সংখ্যা ছিল প্রায় ৮ লাখ ৭০ হাজার জন। যেটি ১৯৯৬ সালের পর সবচেয়ে বেশি। করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে ২৬ দেশের প্রায় সাড়ে নয় কোটি মানুষকে এবছর টিকা দেয়া সম্ভব হবেনা।

হাম রোগে আফ্রিকার দেশগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ নাতাশা ক্রোকক্রফ্ট জানিয়েছেন, অনেক দেশেই শিশুদের প্রয়োজনীয় টিকাগুলো দেওয়া হয়না। ফলে করোনা মহামারির কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

তবে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের পরিচালক হেনরিটা ফোর বলেন, ‘আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে একটি মারাত্মক রোগের বিরুদ্ধে লড়ে যাওয়ার কারণে যেন অন্য লড়াই বাধাগ্রস্থ না হয়।’

শিশুদের রোগ হিসেবে হাম পরিচিত হলেও এ রোগ বড়দেরও হয়ে থাকে এবং হলে মারাত্মক আকার ধারণ করতে পারে। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, জয়েন্টে ব্যথা এসবই হাম রোগের প্রথম উপসর্গ। ২০১৯ সালে হামের প্রকোপ সবচেয়ে বেশি দেখা দেয় আফ্রিকার ডিআর কঙ্গো, জর্জিয়া, কাজাখস্তান, ইউক্রেনসহ নয়টি দেশে। সূত্র: নিউইয়র্ক টাইমস/ডিডাব্লিউ

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর