আমি পাকিস্তানিদের কিছু বাংলাও শেখানোর চেষ্টা করি : তামিম

আপডেট: November 16, 2020 |

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠেছে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স। এ জন্য প্লে অফে তাদের দুটি ম্যাচ জিততে হয়েছে। ম্যাচ দুটি জয়ে তামিমের খুব একটা ভূমিকা নেই। কারণ হুট করে এক জায়গায় উড়ে গিয়ে পারফর্ম করা সম্ভব নয়। কিন্তু তামিম পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে কোন ভাষায় কথা বলেন?

এর আগে তামিমকে উর্দু বলতে গিয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন পাকিস্তানের ধারাভাষ্যকার রমিজ রাজা। এবারও ভাষাগত একটা সমস্যা আছে। সম্প্রতি পাকিস্তানের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, ‘আমি উভয় ভাষাই ব্যবহার করি। আমরা সাধারণত ইংরেজিতে কথা বলি, আর আমি হিন্দি-উর্দুতে কিছু কথা বলার চেষ্টা করি। জানি না আমি এটা কত ভালো বলতে পারি। আমি তাদের কিছু বাংলাও শেখানোর চেষ্টা করি। তাদের কেউ কেউ কিছু বাংলা বলতে পারে।’

সাক্ষাৎকারে সঞ্চালক তামিমকে উর্দু ভাষায় কথা বলার অনুরোধ করলে তামিম তা নাকচ করে দিয়ে বলেন, ‘আমি উর্দু বলতে পারব না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নির্দেশনা আছে শুধু ইংরেজি ও বাংলা বলার। আমি কিছু উর্দু পারি। দু-একটা শব্দ বলতে পারি।’ পাকিস্তানের সেরা খেলোয়াড়দের নিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে পেরে আমি ভাগ্যবান। যদি নাম বলতে বলেন, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক। আমি ঢাকা লিগের একটি ম্যাচে মোহাম্মদ ইউসুফের সঙ্গেও খেলেছি।’

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর