সৌদি বাদশাহ ইরানের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছেন, অভিযোগ তেহরানের

আপডেট: November 17, 2020 |

এবার পরমাণু অস্ত্র অর্জন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি থেকে বিরত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের বিরুদ্ধে ‘কড়া অবস্থান’ নেওয়ার আহ্বান জানানো সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের কড়া সমালোচনা করেছে তেহরান। খবর আল-জাজিরার।

ভিত্তিহীন অভিযোগে তেহরানের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রতিবাদ জানিয়ে সৌদি রাজতন্ত্রকে এসব থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন। এর আগে, সরকারের শীর্ষ উপদেষ্টা বোর্ডে বার্ষিক বক্তৃতায় বুধবার সৌদি বাদশাহ বলেন, ‘ইরানের আঞ্চলিক কর্মপরিকল্পনা, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, সন্ত্রাসবাদে মদদ এবং গোষ্ঠীগত বিভাজনে উস্কানির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে সৌদি।’

সালমান বিন আবদুল আজিজ আরও বলেন, ‘ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে দেশটির ব্যাপক বিধ্বংসী অস্ত্র অর্জন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি কঠোর হস্তে মোকাবিলা নিশ্চিত করে।’ তিনি এসময় ইরানের ‘সম্প্রসারণবাদের’ নিন্দাও জানান।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর