মহাকাশের পথে ড্রাগন

আপডেট: November 17, 2020 |

ফ্লোরিডার মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সফল ভাবে মহাকাশে রওনা হলো ড্রাগন। যার ভিতর আছেন চার মহাকাশচারী। তিন মার্কিন এবং এক জাপানি মহাকাশচারীকে নিয়ে সফল ভাবে মহাকাশের স্পেস স্টেশনের দিকে উড়ে গেল নাসার স্পেস এক্স-এর ড্রাগন মহাকাশযান। খবর ডয়চে ভেলের।

জানা গেছে, দ্রুতই যানটির মহাকাশের স্পেস স্টেশনে পৌঁছে যাওয়ার কথা। সেখানে অন্য মহাকাশচারীদের সঙ্গে আগামী ছয় মাস কাজ করবেন এই চার মহাকাশচারী। তারপর স্পেস এক্স-এর মহাকাশযানে চড়েই তাঁরা ফিরে আসবেন পৃথিবীতে।

এই বছরের মাঝামাঝি সময়ে অ্যামেরিকার ফ্লোরিডায় নাসার গবেষণা কেন্দ্র থেকে পরীক্ষামূলক ভাবে মহাকাশে গিয়েছিল স্পেস এক্স-এর ড্রাগন। সেই মহাকাশযানেও মহাকাশচারী ছিলেন। তবে রোববার ফ্লোরিডা থেকে যে চারজন মহাকাশচারীকে পাঠানো হয়েছে, তাঁর আগামী ছয় মাস মহাকাশের স্পেস স্টেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণায় অংশ নেবেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর