ম্যারাডোনা অবহেলার শিকার, তদন্তের দাবি আইনজীবীর!

আপডেট: November 27, 2020 |

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬০ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। তবে শেষবেলায় প্রয়োজনীয় চিকিৎসা পাননি এই আর্জেন্টাইন, এমনটাই দাবি তুলেছেন ম্যারাডোনার ব্যক্তিগত আইনজীবী মাতিয়াস মোরলা। এজন্য তদন্তের দাবিও তুলেছেন তিনি।

মোরলা দাবি করেছেন, শেষ অবস্থায় ম্যারাডোনা প্রায় ১২ ঘণ্টা চিকিৎসাবিহীন ছিলেন। কেউ তার দেখভাল করেননি। এমনকি অ্যাম্বুলেন্স ডাকার পর আধা ঘণ্টার বেশি সময় নিয়েছে পৌঁছাতে, যা এই আইনজীবীর চোখে চূড়ান্ত অপরাধের সমপর্যায়ের। এইজন্য অবশ্যই তদন্ত করতে হবে বলে দাবি তুলেছেন মোরলা।

টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় ম্যারাডোনার এই আইনজীবী বলেন, ‘আমি সান ইজিদ্রো প্রসিকিউটেরর রিপোর্ট পড়েছি, যেখান বলে হয়েছে, আমার বন্ধু শেষ ১২ ঘণ্টায় কারো কোনো মনোযোগ পায়নি। কেউ তাকে শেষ সময় চেক আপ করতেও যায়নি।’

তিনি আরও যোগ করেন, ‘এমনকি অ্যাম্বুলেন্স ডাকার পর আধা ঘণ্টার বেশি সময় নিয়েছে সেটি পৌঁছাতে। এটা চূড়ান্ত অপরাধের পর্যায়ে পড়ে। আমি মনে করি, এটাকে এড়িয়ে গেলে চলবে না।’

এরপর তিনি তদন্তের আহবান জানিয়ে বলেন, ‘আমার বন্ধু সবসময় আমাকে বলেছে, আমি হচ্ছি তার সৈনিক; আমি যেন কখনো তার কোনো অবহেলার ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় না দেই। আমি এর জন্য তদন্তের দাবি জানাচ্ছি।’

ফুটবল ঈশ্বরের এই আইনজীবী তার বন্ধু, ম্যারাডোনার বিদায়ে চরম ব্যথিত জানিয়ে টুইট বার্তায় আরও যোগ করেন, ‘আমার জন্য আজকের দিন ছিল গভীর দুঃখের, কষ্টের। আমার হৃদয় যেন আজ ভেঙে চুরমার। আমি আমার সেই বন্ধুকে হারিয়েছি, যে সবসময় একজন চ্যাম্পিয়ন ছিলেন এবং আমার খুব বিশ্বাসী ছিলেন।’

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর