অভিনেত্রী সুজাতার শারীরিক অবস্থার উন্নতি

আপডেট: November 28, 2020 |
print news

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সুজাতা গত ২৫ নভেম্বর থেকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন আছেন। হার্ট অ্যাটাক হলে দ্রুত তাকে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থান উন্নতি হয়েছে। এখন তাকে বেডে নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকেকে জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

জায়েদ খান বলেন, ‘গতকাল সুজাতা ম্যাডামকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। আল্লাহর রহমতে তার চিকিৎসায় কোনো ধরনের সমস্যা হবে না। শিল্পী সমিতি সবসময় তার পাশে থাকবে। বর্তমানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া হয়েছে। সুস্থ হয়ে বাসায় ফিরতে আরও দু’দিন লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।’

মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন সুজাতা। পরবর্তীতে ওবায়দুল হকের ‘দুই দিগন্ত’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। মূল অভিনেত্রী হিসেবে প্রথম ‘মেঘ ভাঙা রোদ’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তবে কালজয়ী ‘রূপবান’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচিতি লাভ করেন এই শিল্পী।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর