বেশি সময় ধরে মুখ থেকে জল ফেলায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ইথিওপিয়ার কিরুবেল ইলমা

আপডেট: November 28, 2020 |
print news

 

আপনিও জীবনে কোনও না কোনও দিন মুখ থেকে পিচকিরির মতো করে জল ফেলেছেন। কিন্তু কখনও শুনেছেন এর জন্যও বিশ্বরেকর্ড হয়? এমনই এক রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেললেন ইথিওপিয়ার এক যুবক।

ইথিওপিয়ার আদ্দিসাবাবার বাসিন্দা কিরুবেল ইলমা সব থেকে বেশি সময় ধরে মুখ থেকে জল ফেলার রেকর্ড গড়লেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তরফে তাঁর এই রেকর্ডের কথা জানানো হয়েছে।

তবে এই ঘটনা ২০১৬ সালের। শুক্রবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। কিরুবেল ৫৬.৩৬ সেকেন্ড ধরে টানা জল ফেলেন। এই রেকর্ড আগে ডিকসন নামে এক ব্যক্তির ছিল। টিভিতে তাঁকে দেখে রেকর্ড ভাঙার চেষ্টা শুরু করেন কিরুবেল। দীর্ঘ কয়েক বছর অভ্যাসের পর শেষে রেকর্ড ভেঙে দেন তিনি।

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ৪৩ হাজার লাইক পেয়েছে। সেই সঙ্গে চলেছে মজার মজার সব কমেন্ট।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর