স্লো ওভার রেটের কারণে ভারতীয় ক্রিকেটারদের জরিমানা

আপডেট: November 28, 2020 |

অস্ট্রেলিয়া সফরের শুরুটা একদমই ভালো হয়নি ভারতের। ৬৬ রানের হারে শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচ হারের পর আবার জরিমানাও গুনতে হচ্ছে ভারতীয় দলকে।
সিডনিতে স্লো ওভার রেটের কারণে ভারতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুন জানিয়েছেন, নির্ধারিত সময়ের থেকে ভারতীয় ক্রিকেট দল এক ওভার পিছিয়ে ছিল।
দোষ স্বীকার করে নেওয়ায় ভারতের অধিনায়ক বিরাট কোহলির শুনানির প্রয়োজন হয়নি।

প্রথম ম্যাচে ব্যাট-বলের দারুণ পারফরম্যান্সে ভারতকে উড়িয়ে দেয় অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩৭৪ রান তোলে। জবাবে ভারত ৮ উইকেট হারিয়ে ৩০৮ রানের বেশি করতে পারেনি। ৬৬ রানের জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা। রোববার একই মাঠে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর