রোহিঙ্গাদের জন্য শীতের উপহার হিসেবে কম্বল পাঠিয়েছে তুরস্ক

আপডেট: November 30, 2020 |

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য শীতের উপহার হিসেবে কম্বল পাঠিয়েছে তুরস্ক। রবিবার আঙ্কারার রাষ্ট্রীয় সাহায্য সংস্থা জানিয়েছে, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করা ৫ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে এই উপহার বিতরণ করা হয়।

তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিআইকিএ) এর বাংলাদেশ সমন্বয়কারী ইসমাইল গুন্ডোগদু আনাদোলু এজেন্সিকে বলেন, রোহিঙ্গা মুসলিমদের শীতের উপহারের অংশ হিসেবে আমারা পাঁচ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছি।

আমরা নির্যাতিত রোহিঙ্গাদের পুরো শীত মৌসুমে আমাদের সহযোগিতা অব্যাহত রাখব। বাংলাদেশে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীতের তীব্র আক্রমণ হবে।

 

ইসমাইল গুন্ডোগদু আরও বলেছেন, ২০১৭ সালের আগস্ট মাস থেকে বড় আকারে রোহিঙ্গা সংকট শুরু হয়েছে। টিআইকেএ এসব রাষ্ট্রহীন ব্যক্তিদের সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছে।

এছাড়া টিআইকেএ-এর পক্ষ থেকে পাঁচ হাজার রোহিঙ্গা পরিবারকে ৫ দিন ব্যাপী খাদ্য সহযোগিতাও করেছে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর