পরমাণু বিজ্ঞানী হত্যার জবাব দেওয়া হবে : ইরান

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, তাদের পরমাণু বিজ্ঞানী ড. মোহসেন ফাখরিজাদের হত্যার জবাব দেওয়া হবে। তবে এ কথা বলতে গিয়ে তিনি জানান, এর জবাব দেওয়া হবে নানা ধরণের কূটনীতি ও শলা-পরামর্শের পর। তিনি ও ইরানের অন্যান্য নেতারা, বিজ্ঞানী হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন।

তার বক্তব্য, ইরান এর বদলা নিতে সময় নেবে কারণ যুক্তরাষ্ট্রের নতুন মনোনীত প্রেসিডেন্ট, জো বাইডেন মনোভাব দেখতে চান। ইতিমধ্যে অবশ্য বাইডেন ‌ইতিবাচক সাড়া দিয়ে ইরানের পরমাণু চুক্তিতে ফিরে আসতে আগ্রহ প্রকাশ করেছে। ফলে ইরান চায় না তাকে নিরুৎসাহিত করতে এবং বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে ভয়াবহ এক সামরিক হামলায় উস্কানি দিতে, যে সংঘাত গোটা মধ্য প্রাচ্যকে প্রভাবিত করতে পারে।

ইসরায়েলের দিকে এই বিজ্ঞানী হত্যাকাণ্ডের জন্য আঙুল উঠলেও, তারা আদৌও জড়িত নয় বলে এই অভিযোগ অস্বীকার করেছে। যদিও সামরিক বিশেষজ্ঞদের অভিমত, তারা তেহরানে ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে আরও ৪ জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর সঙ্গে, এই হত্যাকাণ্ডের মিল রয়েছে। সূত্র : কলকাতা টোয়েন্টিফোরের।

বৈশাখী নিউজজেপা