ম্যারাডোনাকে শ্রদ্ধা বোকা জুনিয়র্সের, গ্যালারিতে অঝোর কান্না কন্যার

আপডেট: December 1, 2020 |

কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর প্রথম গত রবিবার আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স মাঠে নেমেছিল। দুই দফায় এই ক্লাবে ক্যারিয়ারের বর্ণিল সময় কাটিয়েছেন প্রয়াত এই জনপ্রিয় ফুটবল তারকা। ম্যারাডোনা কন্যা ডালমা ম্যারাডোনা এই ম্যাচে মাঠে উপস্থিত অঝোরে কেঁদেছেন।

বোকার লা বোমবোনেরা স্টেডিয়ামে হয়েছে ম্যাচটি। যেখানে ম্যারাডোনার জন্য আলাদা বক্স রয়েছে। ম্যারডোনার মেয়ে এদিন সেই বক্সে বসেই বাবার সাবেক দুই ক্লাবের খেলা দেখেছেন। আর্জেন্টিনার ঘরোয়া কাপ টুর্নামেন্ট কোপা দে লা লিগা প্রফেসিওনালে মাঠে নামে বোকা জুনিয়র্স ও নিওয়েলস ওল্ড বয়েজ। দুটিই ম্যারাডোনার সাবেক ক্লাব।

এর মধ্যে টুর্নামেন্টটারও নামকরণ করা হয়েছে ম্যারাডোনার নামে। ম্যাচটা ২-০ গোলে জেতে বোকা। ম্যাচ শেষে আবারো সেই বক্সের সামনে গিয়ে হাততালিতে জয়টা ম্যারাডোনাকে উৎসর্গ করেন খেলোয়াড়েরা। বলতে গেলে নিজেদের ক্লাব কিংবদন্তির বিদায়ে বোকা জুনিয়র্স পুরো ম্যাচ জুড়েই শ্রদ্ধা জানিয়েছে ম্যারাডোনাকে।

উল্লেখ্য, ম্যারাডোনা গত সপ্তাহে হার্ট অ্যাটাকে মারা যান। আর্জেন্টিনাবাসী যে উপলক্ষ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করে। গত দুই-তিন দিন বিশ্বের নানা প্রান্তে হওয়া ফুটবল ম্যাচে ফুটবলাররা শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বকাপজয়ীকে।

ম্যারাডোনা বোকায় প্রথম খেলেন ১৯৮১-৮২ মৌসুমে। এসময় ৪০ ম্যাচে করেন ২৮ গোল। পরে ১৯৯৫-১৯৯৮ পর্যন্ত ক্যারিয়ারের শেষ পর্যায়ে খেলেছেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর