বিশ্বের উচ্চতম বহুতল বুর্জ খলিফায় ফুটবলের রাজপুত্র মারাদোনা

আপডেট: December 1, 2020 |

ছিয়াশির বিশ্বজয়ী মহানায়কের আকস্মিক প্রয়াণে বিশ্বজুড়ে শোকবার্তা ছড়িয়ে পড়েছে হাহাকার হয়ে
ঈশ্বরের আপন দেশে ফুটবল ঈশ্বর। ফুটবলের রাজপুত্র, অনেকে বলেন ফুটবলের ঈশ্বর। হঠাৎ হার্ট অ্যাটাক! আর তারপরই ঠিকানাহীন দেশে হারিয়ে গিয়েছেন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা। ২৫ নভেম্বর, মাত্র ৬০ বছর বয়সেই ফুটবল বিশ্বে নক্ষত্র পতন। ছিয়াশির বিশ্বজয়ী মহানায়কের আকস্মিক প্রয়াণে বিশ্বজুড়ে শোকবার্তা ছড়িয়ে পড়েছে হাহাকার হয়ে।

তবে যতদিন ফুটবল থাকবে, ততদিন ফুটবল বিশ্বের কোনায় কোনায় থাকবে মারাদোনার বাঁ পায়ের সম্মোহন আর তার অনুরণন। প্রয়াত কিংবদন্তি মারাদোনাকে শ্রদ্ধার্ঘ জানাল সংযুক্ত আরব আমিরশাহির গর্ব তথা বিশ্বের উচ্চতম বহুতল বুর্জ খলিফা।

LED ডিসপ্লেতে ৫৯ সেকেন্ডের এই ভিডিয়োতে ফুটে উঠেছে কিংবদন্তি মারাদোনার বর্ণময় ফুটবল কেরিয়ার। প্রসঙ্গত সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে মারাদোনার একটা যোগসূত্র রয়েছে। আমিরশাহির আল ওয়াসল এবং ফুজাইরা ফুটবল ক্লাবে কোচিং করিয়েছেন মারাদোনা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর