নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে জাপান

আপডেট: December 3, 2020 |
print news

দেশের মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে জাপান। এ জন্য দেশটির পার্লামেন্ট বুধবার একটি বিল পাস করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জাপান টাইমস’র এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, দৈনিক রেকর্ড সংক্রমণ নিয়ে এক সময় করোনার প্রকোপ নিয়ন্ত্রণের জন্য বাহবা পাওয়া জাপানের নাজুক করোনা পরিস্থিতির মধ্যে দেশটির সরকার পার্লামেন্টে বিলটি উত্থাপন করে।

সরকার ১২ কোটি ৬০ লাখ বাসিন্দার সবার জন্য প্রয়োজনীয় ভ্যাকসিনের সমস্ত ব্যয় পরিশোধ করবে মর্মে উত্থাপিত ওই বিল জাপানের সংসদের উচ্চকক্ষের অনুমোদনের পর শক্তিশালী নিম্নকক্ষেও পাস হয়েছে।
অবশ্য জাপানে করোনার প্রকোপ কিছুটা কম। দেশটি এ পর্যন্ত শনাক্ত হওয়া দেড় লাখ করোনার রোগীর মধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় দুই হাজার একশো মানুষ। জাপানে কখনো কঠোর লকডাউনও জারি করা হয়নি।

এদিকে ইতোমধ্যে মার্কিন ফাইজার-বায়োএনটেকের ৬ কোটি ও আরেক মার্কিন কোম্পানি মডার্নার আড়াই কোটি এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১২ কোটি ডোজ করোনার ভ্যাকসিন ক্রয়ের জন্য চুক্তি করেছে জাপান।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর