শিবসেনায় যোগ দিয়েই কঙ্গনার ওপর আক্রমণাত্মক উর্মিলা

আপডেট: December 3, 2020 |
print news

জল্পনার অবসান ঘটিয়ে গত মঙ্গলবার (১ ডিসেম্বর) শিবসেনাতে যোগ দিয়েছেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকার। আর তারপরই তিনি মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত সম্পর্কে। তবে তাকে নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি উর্মিলা।

বিতর্কিত এই বলিউড তারকা সম্পর্কে উর্মিলার সংক্ষিপ্ত মূল্যায়ন, অযথা গুরুত্ব দেওয়া হচ্ছে কঙ্গনাকে। অকারণে তার সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়তেও তার একেদমই আগ্রহ নেই। কিছুদিন আগেই স্বভাবসুলভ বিতর্ক বাঁধিয়ে উর্মিলাকে ‘‌সফট পর্নস্টার’‌ বলেছিলেন কঙ্গনা। শিবসেনায় যোগ দিয়ে উর্মিলা জানিয়েছেন, কোনও বিবাদ তিনি চান না।

উর্মিলার কথায়, ‘‌আমি তার সঙ্গে কোনও বাকযুদ্ধ চাই না। তার খুব একটা ভক্তও নই আমি। আমার মনে হয় তাকে নিয়ে অযথা অনেক বেশি কথা বলেছি আমরা। সুতরাং আর কিছু বলতে চাই না। আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, যেখানে সকলেরই বাক-স্বাধীনতা আছে। যে যা খুশি বলতে পারে।

উর্মিলার সঙ্গে কঙ্গনার প্রবল বাকযুদ্ধ হয়েছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে। প্রয়াত এই অভিনেতার মৃত্যুর সঙ্গে মাদক যোগ নিয়ে সেই সময় তোলপাড় ভারত। তখনই কঙ্গনাকে কটাক্ষ করে উর্মিলা বলেছিলেন, ‘কঙ্গনার তো জানা উচিত হিমাচলেই ড্রাগের জন্ম। নিজের ঘর থেকেই সাফাই অভিযান শুরু করা উচিত তার।’

এর জবাবেই উর্মিলাকে ‘পর্ন তারকা’ বলে আক্রমণ করেন কঙ্গনা। যদিও উর্মিলার দাবি, কাউকে সমালোচনা করার জন্য তিনি ওই সাক্ষাৎকার দেননি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর