করোনা থেকে সুস্থ হলেও যে ‘গোপন’ সমস্যায় ভুগতে পারেন পুরুষরা!

আপডেট: December 7, 2020 |
print news

করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পরেও ঘোর বিপদ আসতে পারে পুরুষদের। মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডঃ ডেনা গ্রেসন জানাচ্ছেন, ভবিষ্যতে দীর্ঘমেয়াদি ভিত্তিতে লিঙ্গ শিথিলতায় আক্রান্ত হতে পারে পুরুষরা।

সাম্প্রতিক করোনার প্রতিষেধক তৈরির প্রক্রিয়ার গতি বেড়েছে। ব্রিটেন, রাশিয়া, বাহরাইন দিয়েছে ছাড়পত্রও। আশা করা যাচ্ছে, আগামী ৬ মাসের মধ্যে করোনার প্রকোপ অনেকাংশ কমবে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। ডঃ গ্রেসন জানিয়েছেন, সংক্রমণ থেকে সুস্থ হলেও লিঙ্গ শিথিলতার রোগ বাসা বাঁধতে পারে পুরুষদের শরীরে।

আরও জানিয়েছেন, এটা সত্যিই খুব চিন্তার বিষয়। এই ভাইরাস শুধু মৃত্যু ডেকে আনছে না, মানবদেহে দীর্ঘমেয়াদী এমনকি, আজীবন জটিলতার সৃষ্টি করতে পারে। লিঙ্গ শিথিলতার ফলে যৌনজীবনে অশান্তি, তা থেকে মানসিক সমস্যার ভয়ও উড়িয়ে দিচ্ছেন না তিনি। ফলে পুরুষদের জন্য নতুন করে আশঙ্কার এবং সমস্যার সৃষ্টি হল তা বলার অপেক্ষা রাখে না।খবর নিউ ইয়র্ক পোস্ট

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর