ভারতের কৃষকদের পাশে থাকার কথা ফের জানালেন ট্রুডো

আপডেট: December 7, 2020 |

ভারতের কৃষক আন্দোলন নিয়ে আবারও মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগের বার জাস্টিন ট্রুডোর মন্তব্যের পর কানাডার হাইকমিশনারকে তলব করে হুশিয়ারি দয়ে নয়া দিল্লি। কানাডার হাইকমিশনারকে তলব করার পর শুক্রবার (০৪ ডিসেম্বর) ফের তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনি ভারতের কৃষক আন্দোলনের পাশেই আছেন।

জাস্টিন ট্রুডো বলেন, ‘পৃথিবীজুড়েই সব শান্তিপূর্ণ আন্দোলনের পাশে আছে কানাডা এবং ভবিষ্যতেও থাকবে। আমরা খুশি যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে সরকার উদ্যোগ নিচ্ছে।’ মঙ্গলবার (০১ ডিসেম্বর) এক অনলাইন আলোচনায় তিনি শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষায় সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এর আগে জাস্টিন ট্রুডোর এক মন্তব্যের পর নয়া দিল্লিতে নিযুক্ত কানাডার হাইকমিশনারকে তলব করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, এই মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এমন চলতে থাকলে দু’দেশের সম্পর্কে প্রভাব পড়তে বাধ্য। সূত্র: আনন্দবাজার পত্রিকা

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর