নিজস্ব প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টার ইঞ্জিন আনল তুরস্ক (ভিডিও)

আপডেট: December 7, 2020 |

এই প্রথম সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টার ইঞ্জিনের প্রাথমিক ট্রায়াল দিল তুরস্ক। শনিবার তুরস্কের এসকেশেহর প্রদেশে তুসাস ইঞ্জিন ইন্ড্রাস্টির তৈরি টার্বোসফট ইঞ্জিনের সফল পরীক্ষা চালায় তুর্কি প্রতিরক্ষা দফতর। খবর ডেইলি নিউজ, ডেইলি সাবাহ ও আনাদোলু এজেন্সির।

তুরস্কের তৈরি এই ইঞ্জিনটি তুর্কি সামরিক বাহিনীর মাল্টিরোল হেলিকপ্টার টি৬২৫ গোকবে’তে ব্যবহার করা হবে। সেই সাথে বাজারের চাহিদা অনুযায়ী অন্যান্য হেলিক্প্টারেও ব্যবহার করা হবে বলে জানানো হয়। তুরস্কের তৈরি এই ইঞ্জিনটি প্রায় ১৬০০ হর্সপাওয়ারের শক্তি উৎপন্ন করে।

তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ভার্নাক বলেন, এর মাধ্যমে আমরা বছরে অন্তত ৬০ মিলিয়ন ডলারের সামরিক আমদানি এড়াতে পারব।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর