কাতারের রাষ্ট্রদূতের সাথে বিসি টোস্টমাস্টার কাতারের সৌজন্য সাক্ষাৎ

সময়: 7:17 pm - December 9, 2020 | | পঠিত হয়েছে: 4 বার

বিসি টোস্টমাস্টার কাতারের নির্বাহী সদস্যরা কাতারে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন এনডিসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন । সাক্ষাতে দূতাবাসের কাউন্সিলর মো. মাহবুর রহমানের উপস্থিতিতে টোস্টমাস্টারের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এতে উপস্থিত ছিলেন বিসি টোস্টমাস্টার ক্লাবের সভাপতি টোস্টমাস্টার খোরশেদ আলম, ভাইস প্রেসিডেন্ট টোস্টমাস্টার নুরুল কবির চৌধুরী, সেক্রেটারি টোস্টমাস্টার মনিরুল হক, টোস্টমাস্টার জোবেদা পারভিন, টোস্টমাস্টার ডা. সাইলা পারভিন, টোস্টমাস্টার ইসমাইল, এরিয়া ২১ ডিরেক্টর টোস্টমাস্টার নুর মোহাম্মদ (নুর)।

টোস্টমাস্টার নেতৃবৃন্দ জানান, টোস্টমাস্টারস ইন্টারন্যাশনাল একটি অলাভজনক শিক্ষামূলক সংস্থা, যা বিশ্বব্যাপী বিস্তৃত ক্লাবের মাধ্যমে পাবলিক স্পিকিং, নেতৃত্বের দক্ষতা অর্জনে সহায়তা করে। আত্মউন্নতির মাধ্যমে ইংরেজি ভাষাতে একজন আত্মবিশ্বাসী অনর্গল বক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে একজন টোস্টমাস্টারস হওয়ার বিকল্প নেই।

 

এ সময় রাষ্ট্রদূত প্রবাসীদের অবসর সময়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ইংরেজি শিক্ষার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব বলে জানান। রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের দক্ষতা অর্জনের বিকল্প নেই। সেইসাথে প্রবাসী বাংলাদেশিদের কাতারের আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর