করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা

আপডেট: December 13, 2020 |
print news

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ‘রইস’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী তথ্যটি জানিয়েছেন।

মাহিরা খান লিখেছেন, ‘আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। আইসোলেশনে আছি, গত  কয়েকদিন আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের বিষয়টি অবগত করছি। অনেক কঠিন সময়, তবে খুব শিগগির ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দয়া করে নিজের ও অন্যের সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন।’

এদিকে মাহিরার করোনা আক্রান্তের খবর জানার পর তার সহকর্মী ও ঘনিষ্ঠজনরা দ্রুত আরোগ্য কামনা করেছেন।  তার পোস্টে ভারতীয় অভিনেত্রী মৌনি রায় মন্তব্য করেছেন, ‘তোমার জন্য অনেক ভালোবাসা। খুব দ্রুত সুস্থ হয়ে ওঠো।’

পাকিস্তানি টিভি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন মাহিরা খান। ফাওয়াদ খানের সঙ্গে ‘হামসফর’ ধারাবাহিকে অভিনয় করে বিশেষ খ্যাতি পান তিনি। ‘বোল’, ‘বিন রোয়ে’, ‘সাত দিন মহব্বত ইন’, ‘সুপারস্টার’সহ বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর