নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গোয়েন্দা উপন্যাসের লেখক জন লে ক্যারির মৃত্যু

আপডেট: December 14, 2020 |

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৮৯ বছর বয়সে মারা গেলেন ব্রিটেনের বিখ্যাত গোয়েন্দা উপন্যাসের লেখক জন লে ক্যারি।

দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ডের লেখক ক্যারি শনিবার সন্ধ্যায় ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কর্নওয়ালে মারা গেছেন বলে তার পরিবার জানিয়েছে। খবর বিবিসি ও আল জাজিরার।

জনি গেলার ক্যারিকে ইংরেজি সাহিত্যের অবিসংবাদিত লেখক বলতেন। তিনি বলেছেন, ‘ইংরেজি সাহিত্যের এক মহিরুহুকে আমরা হারালাম। তার মেধা, লেখনির ক্ষমতা অতুলনীয়। আমি হারিয়েছি বন্ধুকে, হারিয়েছি মেনটরকে-যার থেকে সব সময় অনুপ্রেরণা খুঁজতাম।’

লেখকের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, জন লে ক্যারি করোনা নয় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শনিবার রাতে মারা গেছেন।

ক্যারির প্রায় ২৫টির গোয়েন্দা উপন্যাস থেকে সিনেমা বানানো হয়েছে। তার আসল নাম ডেভিড জন মুর কর্নওয়েল হলেও জন লে ক্যারি নামেই পরিচিতি পান।

বিশ্বব্যাপী তিনি আলোচনায় আসেন ১৯৬৩ সালে, দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড প্রকাশিত হওয়ার পর।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর