কদমতলীতে আগুন লেগে ২১টি বসতঘর পুড়ে গেছে, নিহত ১

সময়: 3:39 pm - December 14, 2020 | | পঠিত হয়েছে: 2 বার

রাজধানীর কদমতলীতে আগুন লেগে ২১টি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় ঘুমন্ত এক তরুণ দগ্ধ হয়ে মারা গেছেন।

রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে শ্যামপুর বড়ইতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম দেলোয়ার হোসেন (১৯)। শ্যামপুরের ওয়াসা রোডে লিটনের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

সেখানে একতলা একটি ভবনের ছাদের ওপর টিনশেড ২১টি ঘর বানিয়ে ভাড়া দেয়া হয়েছিল। রাতে কোনো একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ২১টি ঘর পুড়ে যায়।

এ সময় ঘুমন্ত দেলোয়ার দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি কক্ষ থেকে দেলোয়ারের লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

কদমতলী থানার ওসি জামাল উদ্দিন জানান, দেলোয়ার স্থানীয় একটি রুলিং মিলে কাজ করতেন। ওই ঘরে তিনি একাই থাকতেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর