ক্রিকেটার সাকিব আল হাসানের শ্বশুরকে জীবিত দেখার সুযোগ হলো না

আপডেট: December 16, 2020 |

ক্রিকেটার সাকিব আল হাসানের শ্বশুর মমতাজ আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার বাংলাদেশ সময় দুপুরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

শ্বশুরের অসুস্থতার খবর জেনে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল না খেলে মঙ্গলবার রাতে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। কিন্তু শ্বশুরকে জীবিত দেখার সুযোগ হলো না। তার আগেই না ফেরার দেশে চলে গেলেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বাবা।

যুক্তরাষ্ট্রের উইসকনসিস স্টেটের প্রবাসী মমতাজ উদ্দিন দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। কিছুদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হয়।

সাকিবের শ্বশুরের গ্রামের বাড়ি বাংলাদেশের নরসিংদীতে। যুক্তরাষ্ট্র থেকে নিজের এলাকায় তার লাশ আনা হবে কিনা, এখনও নিশ্চিত হওয়া যায়নি। সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছার পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টিতে জেমকন খুলনার হয়ে খেলছিলেন সাকিব। দলকে ফাইনালেও তুলেছিলেন তিনি। কিন্তু ফাইনাল না খেলেই শ্বশুরের অসুস্থতার খবর জেনে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর