স্মার্টফোনের জন্য মীনা গেমের থ্রিডি ভার্সন উন্মুক্ত করেছে ইউনিসেফ

আপডেট: December 21, 2020 |

শিক্ষা, শিশু অধিকার, মেয়েদের সমান অধিকার, সুরক্ষা ও উন্নয়ন এর মতো বিষয়গুলো দক্ষিণ এশীয় দেশগুলোতে সবসময়ই বেশ স্পর্শকাতর একটি বিষয়। নব্বই দশক থেকে এই ব্যাপারগুলোকে টিভিতে চমৎকারভাবে উপস্থাপন করতে দেখা গেছে ইউনিসেফের মীনা চরিত্রটিকে। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে স্মার্টফোনের গেম হিসেবেও উন্মুক্ত করা হয় মীনা। স্মার্টফোনে মীনা গেম ডাউনলোড হয়েছে ৩ মিলিয়নেরও বেশি। কিছুদিন আগে গেমটির ফেসবুক ভার্সনও রিলিজ করা হয়। তারই ধারাবাহিকতায় এবার স্মার্টফোনের জন্য মীনা গেমের থ্রিডি ভার্সন উন্মুক্ত করেছে ইউনিসেফ। নতুন ভার্সনটির নাম ‘মীনা গেম ২’। এতে রয়েছে সম্পূর্ণ নতুন একটি গল্প এবং সঙ্গে গেমিং অ্যাডভেঞ্চার। চমৎকার এই গেমটিতে মীনা-র পাশাপাশি তার বাবা, দাদি, রাজু, পোষা পাখি মিঠু-সহ অন্যান্য আরো চল্লিশটির মতো চরিত্র দেখা যাবে।

একজন গর্ভবতী মা এবং নবজাতক সমাজে যে সমস্যাগুলোর মুখোমুখি হয় তা এই গেমটিতে তুলে ধরা হয়েছে। নতুন এই গল্পে মীনা তার গর্ভবতী মা এবং নবজাতক বোন রানীর যত্নের জন্য বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকে। শিশুদের সঙ্গে একটি সু-সম্পর্ক গড়ে তুলে তাদের জন্য একটি সুন্দর সমাজ উপহার দেয়া ইউনিসেফের একটি লক্ষ্য। মীনা গেম ২ সেই লক্ষ্যের একটি নতুন পদক্ষেপ, যেখানে আনন্দময় খেলার মাধ্যমে খুব সুন্দরভাবে মা ও শিশুর যত্ন নেয়া শিখিয়ে দেয়া হচ্ছে।

গেমের গল্প এবং গ্রাফিক্স এমন ভাবে সাজানো হয়েছে যেন গেমাররা বিভিন্ন চরিত্রের সঙ্গে মিশে গিয়ে খেলতে মজা পায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ  ব্যাপার হচ্ছে, ব্যবহারকারীরা সম্পূর্ণ গেমটি অফলাইনে খেলতে পারবেন।

‘মীনা গেম ২’ তৈরি করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি রাইজআপ ল্যাবস। কোম্পানির সিইও এরশাদুল হক বলেন, ‘আমরা মনে করি যে ব্যবহারকারীদের কাছে সঠিক তথ্যগুলো গেম-এর মাধ্যমে পৌঁছে দেয়া একটা আনন্দের কাজ।’

গেমটি ইতিমধ্যে গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর এ রিলিজ হয়েছে। বিনামূল্যে ডাউনলোড করে খেলা যাবে। শিশু থেকে বড় সবার জন্যই গেমটি উপভোগ্য করে তৈরি করা হয়েছে। মীনা গেম ২ এর ডাউনলোড লিংক: http://riseuplabs.me/mg23

 

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর