করোনার কারণে শিক্ষার্থীদের হাতে প্যাকেটে করে বই দেওয়া হবে

আপডেট: December 21, 2020 |

করোনার কারণে এবার ভিন্নভাবে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হবে। একেক দিন একের শ্রেণির শিক্ষার্থীদের হাতে প্যাকেটে করে বই দেওয়া হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্কুল থেকে বই নিতে হবে। ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের কাছে এসব নির্দেশনা পাঠানো হয়েছে।

এবার ক্লাস ও রোল অনুযায়ী বই প্যাকেটজাত করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে সিডিউল দেওয়া থাকবে। সিডিউল অনুযায়ী নির্ধারিত দিনে বই সংগ্রহ করবে শিক্ষার্থীরা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেছেন, ‘স্বাস্থ্যবিধি মেনে এবার নতুন বই বিতরণ করা হবে। জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। তারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে এ নির্দেশনা পৌঁছে দেবেন। স্কুলে একেক ক্লাসের বই একেক দিন বিতরণ করা হবে। বই প্যাকেট করা থাকবে। শিক্ষার্থীরা শুধু সংগ্রহ করবে।’

তিনি আরও বলেন, ‘কোন দিন কোন ক্লাসের বই দেওয়া হবে, তা স্কুলের নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হবে। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে। তাই কবে বই বিতরণ শুরু হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি। যেসব স্কুলে শিক্ষার্থী বেশি, সেখানে ক্ষেত্রে সকাল ও বিকেলে বই দেওয়া হবে। অভিভাবকদের বই নিয়ে যেতে বলা হবে।’

Share Now

এই বিভাগের আরও খবর