কিউই অধিনায়কের ব্যাটিংয়ে ভর করে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২২২ রান

আপডেট: December 26, 2020 |

চলতি মাসেই হ্যামিল্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ২৫১ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন কিইউ অধিনায়ক কেন উইলিয়ামসন।

শনিবার মাউন্ট মাঙ্গানুইয়েও একই চেহারায় দেখা গেল তাকে। এবারের প্রতিপ্রক্ষ পাকিস্তান।  ঘাসে ভরা সবুজ উইকেটে ২৪৩ বলে ৯৪ রান করে অপরাজিত রয়েছেন।  শতক থেকে ৬ রান দূরে থেকে দিন শেষ করেছেন তিনি।

কিউই অধিনায়কের ব্যাট ভর করে প্রথম দিনে ৩ উইকেটে ২২২ রান করেছে নিউজিল্যান্ড।  এই ৯৪ রানের ইনিংসে অবশ্য দুটি লাইফ পেয়েছেন উইলিয়ামসন।

দিনের শুরুটা দারুণ করেছিল পাকিস্তান। টস জিতে বোলিং নেন রিজওয়ান।

আফ্রিদির করা ম্যাচের প্রথম ওভারে তৃতীয় স্লিপে ক্যাচ দেন টম ল্যাথাম। এর একটু পরেই আরেক ওপেনার টম ব্লান্ডেলকেও ফেরান বাঁহাতি পেসার আফ্রিদি।

একাদশ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ১৩ রান জমা করে নিউজিল্যান্ড।

সেখান থেকে দলকে টেনে তুলেন কেন উইলিয়ামসন ও রস টেইলর।

১২০ রানের জুটি গড়েন তারা।  টেইলর আউট হন ৭০ রানে।  এরপর উইলিয়ামসনের সঙ্গী হন হেনরি নিকোলস।

দিন শেষে উইলিয়ামসন ৯৪ ও নিকোলস ৪২ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড ১ম ইনিংস : ৮৭ ওভারে ২২২/৩ (ল্যাথাম ৪, ব্লান্ডেল ৫, উইলিয়ামসন ৯৪*, টেইলর ৭০, নিকোলস ৪২*; আফ্রিদি ২০-৫-৫৫-৩, আব্বাস ২১-১১-২৫-০, ফাহিম ১৩-৫-৩০-০, নাসিম ১৫-১-৫১-০, ইয়াসির ১৬-২-৫৬-০, মাসুদ ২-১-২-০)।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর